Uses of “on, by, off” preposition | preposition এর ব্যবহার পর্ব ১

uses of preposition
Use of on, by, off

USE OF “ON” PREPOSITION

1. লেগে থাকা অর্থে on বসে এবং উপরে স্পর্শ বোঝালে on বসে।

Ex: Put the book on the table.

2. যানবাহনে ভ্রমণরত অবস্থায় থাকলে on বসে।

Ex: I was on the bus.

3. দিন,তারিখ ও মাস বোঝাতে on বসে।

Ex: we established our institution on January.

4. প্রান্ত বা কিনারায় অবস্থিত এমন বোঝালে on বসে।

Ex: Dhaka is situated on Buriganga.

5. পক্ষে কাজ করা অর্থে on বসে। 

Ex: He is on the committee. 

6. কোনো উপলক্ষ বোঝাতে on বসে। 

Ex: I will present you on your birthday. 

7. পরপরই বোঝাতে on বসে। 

Ex: On receiving the news she burst into tears.

Read: Part 2

USE OF “BY” PREPOSITION

8. দ্বারা অর্থ ব্যবহৃত হলে by বসে।

Ex: the tricks of the mind is written by Derren Brown.

9. পাশে অর্থে by বসে।

Ex: The Jhilpara mosque stands by my house.

10. অনুসারে বা অনুযায়ী অর্থে by বসা।

Ex: It is 3 o’clock by my watch.

11. কারো নামে শপথ করা বা প্রতিজ্ঞা করা অর্থে by বসে।

Ex: He swore by Allah that he would not steal anymore .

12. খুব কাছাকাছি সময় এরকম বোঝালে by বসে।

Ex: She will come by 5 pm.

13. যানবাহনের পূর্বে by বসে।

Ex: She came my house by car.

14. বয়স,উচ্চতা ইত্যাদির ক্ষেত্রে by বসে।

Ex: Anuska is senior to Yasmin by 2 years.

15. স্বভাবে,পেশায়,জন্ম এমন অর্থে বোঝালে by বসে।

Ex: The girl is good by nature.

16. ধারাবাহিকতা বোঝাতে by বসে। 

Ex: His handwriting is improving day by day. 

17. পরিমাপ বোঝালে by বসে। 

Ex: the house is 10 feet by 15 feet.

USE OF “OFF” PREPOSITION

18. বিরুদ্ধ বোঝালে off বসে।

Ex: His wife is off him.

19. ছাড় বা Discount বোঝালে off বসে।

Ex: You can receive 25% off plus free delivery by spending 3000 taka.

20. বাতিল বা বন্ধ বোঝাতে off ব্যবহার করা হয়।

Ex: The university is off today.

21. কোনো কিছু অপছন্দ অর্থ বোঝালে off বসে।

Ex: I am off hot food.   

22. দূরে অর্থ বোঝাতে off ব্যবহৃত হয়। 

Ex: Be off from here.

23. বিচ্ছিন্ন অর্থ বোঝালে off হয়। 

Ex: Switch the fan off.

Download pdf

Click the Button Below to Download the File.

Download

uses  of "on, by, off" preposition
1 comment
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণে ব্রোমিন পানি পরীক্ষার বর্ণনা দাও

Next Article

গতি

Related Posts