![]() |
সমীকরণ এর সত্যতা যাচাই |
s = ut + at2 সমীকরণ এর সত্যতা যাচাই করো?
উত্তরঃ এখানে,
- u হলো আদি বেগ, এর মাত্রা = LT^-1
- S হলো সরণ যার মাত্রা L
- a হলো ত্বরণ, এর মাত্রা = LT^-2
- t হলো সময়, এর মাত্রা T
- ut-এর মাত্রা হলো LT^-1 × T = L
- at2 এর মাত্রা হলো LT^-2 × T^2 = L
দেখা যাচ্ছে উপরোক্ত সমীকরণের বামদিকের পদটির মাত্রা L এবং ডান দিকের দুটি পদের মাত্রাও L।
সুতরাং, সমীকরণটি সিদ্ধ।