![]() |
CNG এবং LPG কি |
প্রশ্নঃ CNG কি এবং এটি কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ উচ্চচাপে সংকুচিত মিথেন গ্যাসকে CNG বলা হয়। CNG এর পূর্ণরূপ Compressed Natural Gas | CNG বিভিন্ন যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্নঃ LPG কি এবং এটি কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ উচ্চচাপে সংকুচিত প্রোপেন ও বিউটেন গ্যাসের মিশ্রণ কে LPG বলা হয়। LPG এর পূর্ণরূপ Liquefied Petrolium Gas। এটি রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।