![]() |
2s এবং 3p এর মধ্যে কোনটি উচ্চশক্তির অরবিটাল |
প্রশ্নঃ 2s এবং 3p এর মধ্যে কোনটি উচ্চশক্তির অরবিটাল আর কোনটি নিম্নশক্তির অরবিটাল নির্ণয় করো।
উত্তরঃ কোনটি উচ্চ বা নিম্ন শক্তির অরবিটাও তা n+l এর মান থেকে জানা যায় । যে অরবিটালের n+l এর মান কম সেটি নিম্ন শক্তির অরবিটাল আর যে অরবিটালে n+l এর মান বেশি সেটি উচ্চশক্তির অরবিটাল নামে পরিচিত।
এখানে, n = প্রধান শক্তিস্তর
l = উপশক্তিস্তর
2s অরবিটালের ক্ষেত্রে:-
প্রধান শক্তিস্তর, n= 2
উপশক্তিস্তর , l = 0
∴ n + l = 2+0
= 2
3p অরবিটালের ক্ষেত্রে:-
প্রধান শক্তিস্তর, n= 3
উপশক্তিস্তর , l = 1
∴ n + l = 3+1
= 4
যেহেতু 2s অরবিটাল অপেক্ষা 3p অরবিটালের শক্তির মান বেশি তাই 2s নিম্নশক্তির অরবিটাল এবং 3p উচ্চশক্তির অরবিটাল।