![]() |
হাইড্রোক্লোরিক কে এসিড বলা হয় |
আমরা জানি,
যে সকল পদার্থে এক বা একাধিক হাইড্রোজেন (H) পরমাণু থাকে, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H+) উৎপন্ন করে এবং নীল লিটমাস পেপার কে লাল লিটমাস পেপারে পরিণত করে তাকে বলে এসিড।
যেহেতু হাইড্রোক্লোরিক (HCl) এসিডে একটি হাইড্রোজেন পরমাণুর রয়েছে, এটি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে । নীল লিটমাস পেপার কে লাল লিটমাস পেপার এ পরিণত করে এবং এবং সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড (NaCl) লবণ ও পানি উৎপন্ন করে।
বিক্রিয়া:
HCl(g) + H₂O → HCl(aq)
HCl(aq) → H+ + Cl-
NaOH(aq) + HCl(aq) → NaCl(s) + H2O(L)
তাই হাইড্রোক্লোরিক (HCl) একটি এসিড।