![]() |
স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা হয় |
স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা হয়? {ব. বোর্ড-২০২১}।
উত্তরঃ অধিকতর সঠিক পরিমাপের জন্য অর্থাৎ মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপের জন্য স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। স্লাইড ক্যালিপার্স এর দু’ধরনের স্কেল ব্যবহার করা হয় যথাঃ(ক) মিটার স্কেল (খ) ভার্নিয়ার স্কেল।
মিটার স্কেল দিয়ে মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে মাপা যায় কিন্তু এর ভগ্নাংশ মাপা যায় না। তাই মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করার জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়।