![]() |
স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় সূত্রটি |
স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় সূত্রটি ব্যাখ্যা করো? {ঢা. বোর্ড-২০২১}।
উত্তরঃ স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম কত ভাগ ভার্নিয়ার স্কেলের কত ভাগের সমান তা দেখতে হবে। তারপর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য বিয়োগ করতে হবে।
অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক = প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ – ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ।