স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন‌ ভাব সম্প্রসারণ

স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন ভাব সম্প্রসারণ
ভাব সম্প্রসারণ স্বদেশের উপকারে নাই যার মন
কে বলে মানুষ তারে পশু সেই জন

“স্বদেশের উপকারে নাই যার মন,
কে বলে মানুষ তারে পশু সেই জন”

মূলভাব : স্বদেশের প্রতি যার ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নেই সে পশুতুল্য।
সম্প্রসারিত ভাব : জননী জন্মভূমির সাথে মানুষের রয়েছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। স্বদেশের প্রিয় মানচিত্র মানুষকে দেয় গৌরবোজ্জ্বল আশ্রয়। পতাকার রঙ বাড়ায় আত্মসম্মান। সুমধুর জাতীয় সঙ্গীত যোগায় সঞ্জীবনী সুধা, স্বদেশের মাটির মতো এমন পবিত্র আর কিছু নেই। এর নদী, জল, শস্য ভরা প্রান্তর, নৈসর্গিক দৃশ্যাবলি মানুষকে টেনে নেয় গভীর থেকে গভীরে। সুতরাং, স্বদেশের ভালো-মন্দ দেখার দায়িত্ব প্রতিটি মানুষের। দেশের গৌরবকে সমুন্নত রাখা, একজন নাগরিকের পবিত্রতম কর্তব্য। সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ এবং লালন করা একজন নাগরিকের একাস্ত কাজ। প্রিয় স্বদেশকে ঘিরেই মানুষের অন্তরে রচিত হয় নানান স্বপ্ন। দেশের গৌরবে মানুষ আনন্দে উদ্বেলিত হয়। আবার দেশের পরাজয়ে মানুষের অন্তরে নেমে আসে বেদনার ছায়া। একজন সচেতন মানুষ তার জন্মভূমিকে ভালো না বেসে পারে না। যদি কেউ ভালো না বাসে তো সে মানুষ নামের অযোগ্য। তাকে পশু বলাই শ্রেয়। কেননা, পশুর কোনো দেশ নেই, মানুষের আছে। একজন মানুষ যতই ধনবান, রূপবান কিংবা জ্ঞানবান হউক, তার অন্তরে যদি স্বদেশপ্রেম না থাকে, জন্মভূমির কল্যাণের জন্য যদি তার মন না থাকে, তাহলে সে নরাধম, সে বর্বর, সে পশু। আমাদের জন্মভূমি আমাদেরকে দিয়েছে পরম আশ্রয়। এর সুশীতল ছায়ায় আমরা লালিত হচ্ছি। অজানাকে জানা, অদেখাকে দেখার স্বপ্ন আমরা পূরণ করছি দেশের মাধ্যমেই। আমাদের মাতৃভূমি সারা পৃথিবীর সাথে আমাদের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে রেখেছে। এর কল্যাণের জন্য, এর গৌরব বৃদ্ধির জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে।

মন্তব্য : স্বদেশপ্রীতি যার নেই সে পশুর সমান। দেশের উপকারে যিনি নিবেদিত প্রাণ, তিনিই প্রকৃতপক্ষে মানুষ। পক্ষান্তরে, দেশ প্রেমহীন আত্মকেন্দ্রিক যার হৃদয়, সে নিঃসন্দেহে পশুর সমান।
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ভাব সম্প্রসারণ

Next Article

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে ভাব সম্প্রসারণ

Related Posts

অনলাইন ক্লাস অনুচ্ছেদ সকল ক্লাসের জন্য

অনুচ্ছেদ অনলাইন ক্লাস অনলাইন ক্লাস অনুচ্ছেদ  অনলাইন ক্লাস সারা বিশ্বে অনলাইন শিক্ষার অনেকগুলি উইন্ডোর মধ্যে একটি। আমরা এখন আর…