স্থিতি কাকে বলে?
উত্তরঃ সময়ের পরিবর্তনের সাথে এবং পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোন বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না তবে তাকে স্থিতি বলে।
পরমস্থিতি কাকে বলে?
উত্তরঃ প্রসঙ্গ কাঠামো যদি প্রকৃতপক্ষে স্থির থাকে এর সাপেক্ষে অন্যবস্তু যদি স্থির থাকে তবে তাকে পরমস্থিতি বলে। কিন্তু পরম স্থিতি পাওয়া সম্ভব নয়।
আপেক্ষিক স্থিতি কাকে বলে?
উত্তরঃ প্রকৃতপক্ষে স্থির প্রসঙ্গ কাঠামো পাওয়া সম্ভব নয় এরূপ একটি কাঠামো সাপেক্ষে যদি কোন বস্তু স্থির থাকে তবে তাকে আপেক্ষিক স্থিতি বলে।