![]() |
স্ক্রুগজের লঘিষ্ঠ গণন 0.01mm বলতে কী বোঝায় |
কোন স্ক্রুগজের লঘিষ্ঠ গণন 0.01mm বলতে কী বোঝায়?
উত্তরঃ কোন স্ক্রু গজের লঘিষ্ঠ গণন 0.01mm বলতে বোঝায় বৃত্তাকার স্কেলের টুপিকে ক্ষুদ্র এক ভাগ ঘোরালে রৈখিক স্কেল বরাবর 0.01mm সরণ ঘটে। এই যন্ত্রের সাহায্যে সর্বনিম্ন 0.01mm পর্যন্ত মান সুক্ষভাবে পরিমাপ করা যায়।