![]() |
সোডিয়াম এর পরিচিতি |
সোডিয়াম এর পরিচিতি ব্যাখ্যা করো?
= সোডিয়ামের ( Na) পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23।
আমরা জানি,
কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বলে।
যেহেতু এর পারমাণবিক সংখ্যা 11 তাই এর প্রোটন সংখ্যাও 11।
আবার আমরা জানি,
কোন মৌলের প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে তাই এর ইলেকট্রন সংখ্যা 11।
আমরা জানি,
ভর সংখ্যা = প্রোটন + নিউট্রন
* নিউট্রন = ভর সংখ্যা – প্রোটন সংখ্যা
= 23 – 11
= 12
সুতরাং, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23, প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11 এবং নিউট্রন সংখ্যা 12।