![]() |
সালফিউরিক এসিড (H2SO4) কে নিরুদক বলা হয় কেন |
সালফিউরিক এসিড কে নিরুদক বলা হয় কেন?
উত্তরঃ যে সকল পদার্থ পানি শোষণ করে তাদেরকে নিরুদক বলে। ইথানলকে গাঢ় H2SO4 এর সাথে বিক্রিয়া করানো হলে ইথিন ও পানি উৎপন্ন হয়।
যেহেতু উপরের বিক্রিয়ায় এসিড পানি শোষণ করে ইথানল থেকে ইথিন উৎপন্ন করে তাই নিরুদক বলে।