![]() |
সালফিউরিক এসিডকে তীব্র ও খনিজ এসিড বলা হয় |
আমরা জানি,
যে সকল এসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে তীব্র এসিড বলে।
যেহেতু সালফিউরিক এসিড (H2SO4) জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে।
বিক্রিয়া:
H₂SO4 +H₂O → H₂S04 (aq)
H₂SO4 (aq) → 2H+(aq) + SO4 2-(aq)
তাই সালফিউরিক (H2SO4) এসিডকে তীব্র এসিড বলে।
আবার আমরা জানি,
যে সকল এসিড খনি থেকে পাওয়া যায় তাকে খনিজ এসিড বলে।
যেহেতু সালফিউরিক এসিড (H₂SO4) খনি থেকে পাওয়া যায়। তাই সালফিউরিক এসিড কে (H₂SO4) খনিজ এসিড বলে।