![]() |
সালফিউরিক অ্যাসিডকে যৌগিক পদার্থ বলা হয় কেন |
সালফিউরিক এসিড (H2SO4) কে যৌগিক পদার্থ বলা হয় কেন?
উত্তরঃ আমরা জানি, যে সকল পদার্থকে ভাঙলে দুই রা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলা হয় ৷
যেহেতু সালফিউরিক এসিডকে (H2S04) ভাঙলে হাইড্রোজেন (H), সালফার (S) এবং অক্সিজেন (O) মৌল পাওয়া যায়, তাই সালফিউরিক এসিডকে যৌগিক পদার্থ বলা হয়।