![]() |
লক্ষ লক্ষ হা-ঘরে দুর্গত সারমর্ম |
গদ্যঃ
লক্ষ লক্ষ হা-ঘরে দুর্গত
ঘৃণ্য যম-দূত-সেনা এড়িয়ে সীমান্ত পারে ছোটে,
পথে পথে অনশনে অন্তিম যন্ত্রণা রোগে ত্রাসে
সহস্রের অবসান, হন্তারক বারুদে বন্দুকে
মূর্ছিত— মৃতের দেহ বিদ্ধ করে, হত্যা-ব্যবসায়ী
বাংলাদেশ-ধ্বংস-কাব্যে জানে না পৌঁছল জাহান্নামে এ
জন্মেই;
বাংলাদেশ অনন্ত অক্ষত মূর্তি জাগে।
সারমর্ম :
মুক্তিযুদ্ধে লক্ষ দুর্গত মানুষ শত্রুসেনা এড়িয়ে সীমান্তে যায়। পথে-ঘাটে অনেকের অকাল মৃত্যু হয়। শত্রুর গুলিতে নিহত হয় অনেক মানুষ। কিন্তু যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল, তারাই যায় ধ্বংস হয়ে। বাংলাদেশ অনন্ত অক্ষয় হয়ে থাকে।