সাবান বলতে কি বুঝ কত প্রকার ও কি কি | সাবানায়ন ও সোপ কেক কাকে বলে

সাবানায়ন ও সোপ কেক কাকে বলে
সাবান কাকে বলে

সাবান বলতে কি বুঝ?

= সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ (R-COONa) বা উচ্চতর ফ্যাটি এসিডের পটাশিয়াম লবণ (R-COOK)। এখানে R কে অ্যালকাইল মূলক বলা হয়। R এর সাধারণ সংকেত CnH2n+1 এবং n এর মান 12 থেকে 18 পর্যন্ত। যেমন: সোডিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত C17H35COONa এবং পটাশিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত C17H35COOK।

সাবান কত প্রকার ও কি কি?

= ব্যবহারের উপর ভিত্তি করে সাবানকে মূলত দুই ভাগে ভাগ করা যায়।

১. প্রসাধনী সাবান: 

= আমাদের ত্বককে পরিষ্কার করার জন্য যেসব সাবান ব্যবহার করি তাদেরকে প্রসাধনী সাবান বলে।

২. লন্ড্রি সাবান:

=কাপড়-চোপড় পরিষ্কার করার জন্য আমরা যেসব সাবান ব্যবহার করি তাদেরকে কাপড় কাচা সাবান বা লন্ড্রি সাবান বলা হয়।

সাবানায়ন কাকে বলে?

= তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি হয়।
সাবান ও গ্লিসারিন তৈরির এই প্রক্রিয়াকে সাবানায়ন বলে।

সোপ কেক কাকে বলে?

= সাবানায়ন প্রক্রিয়ায় প্রাপ্ত সাবান এবং গ্লিসারিনের মিশ্রণের মধ্যে NaCl যোগ করলে গ্লিসারিন পাত্রের নিচে অবস্থান করে এবং সাবানের অণুগুলো NaCl কে ঘিরে একত্র হয়ে পাত্রের উপরের দিকে কেকের আকারে ভেসে উঠে। একে সোপ কেক বলে।
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

টয়লেট ক্লিয়ার দ্বারা টয়লেট পরিষ্কারের কৌশল ব্যাখ্যা কর | টয়লেট ক্লিনার সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নসমূহ

Next Article

অলিভ অয়েল বা অলিক এসিড বলতে কি বুঝ | স্টিয়ারিক এসিড কি

Related Posts

সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে | সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কি

সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কি প্রশ্নঃ সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? উত্তরঃ যে মুক্ত শিকল হাইড্রোকার্বন এ…

সমগোত্রীয় শ্রেণী বলতে কী বোঝো | সমগোত্রীয় শ্রেণী কী

 সমগোত্রীয় শ্রেণী কী প্রশ্নঃসমগোত্রীয় শ্রেণী বলতে কী বোঝো?  উত্তরঃ যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত…