সাবান ও ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কার করার কৌশল | ময়লা কিভাবে তৈরি হয়

সাবান ও ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কার করার কৌশল
সাবান ও ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কার করার কৌশল

সাবান ও ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কার করার কৌশল ব্যাখ্যা কর?

= সাবান (R-COONa) ও ডিটারজেন্ট (C12H25SO4Na) একটি দীর্ঘ কার্বন শিকলবিশিষ্ট অণু । পানিতে দ্রবীভূত অবস্থায় এরা ঋণাত্মক চার্জ বিশিষ্ট সাবান (R-COO-) বা ডিটারজেন্ট আয়ন (C₁₂H25SO4-) এবং ধনাত্মক সোডিয়াম আয়নে (Na+) ভাগ হয়ে যায়। সাবান বা ডিটারজেন্ট আয়নের এক প্রান্তে ঋণাত্মক চার্জ যুক্ত থাকে। এই প্রান্ত পানিকে আকর্ষণ করে বলে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী বলে। সাবান বা ডিটারজেন্ট আয়নের অন্য প্রান্ত তেল বা গ্রিজে দ্রবীভূত হয়, এই প্রান্তকে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী বলে।
সাবান কিংবা ডিটারজেন্ট দিয়ে ময়লা পরিষ্কার করার কৌশল
সাবান কিংবা ডিটারজেন্ট দিয়ে ময়লা পরিষ্কার করার কৌশল

সাবান কিংবা ডিটারজেন্টকে যখন পানির উপস্থিতিতে তেল বা গ্রিজ জাতীয় ময়লাযুক্ত কাপড়ের সংস্পর্শে আনা হয় তখন তার হাইড্রোফোবিক প্রাপ্ত তেল বা গ্রিজের দিকে আকর্ষিত হয় এবং এতে দ্রবীভূত হয়। অন্যদিকে হাইড্রোফিলিক অংশ পানির দিকে আকর্ষিত হয় পানির স্তরে প্রসারিত হয়। এ অবস্থায় কাপড়কে ঘষা দিলে বা মোচড়ানো হলে তেল বা ত্রিজের ময়লার কথা চারদিক থেকে সাবান বা ডিটারজেন্টের ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন দিয়ে আবৃত হয়ে পড়ে এবং তেল বা গ্রিজের ময়লার কণার চারপাশে ঋণাত্মক চার্জের একটা বলয় সৃষ্টি হয়। তখন এগুলো একটি আরেকটি থেকে সম্ভাব্য সর্বোচ্চ দূরত্বে থাকতে চায় এবং তেল, সাবান এবং পানির সাথে একত্র হয়ে একটি মিশ্রণ তৈরি করে। এই মিশ্রণ ফেনা নামে পরিচিত। ফেনাতে আরো পানি যোগ করলে ফেনা অপসারিত হবার সাথে তেল ও ধুলাবালি কাপড় থেকে অপসারিত হয়। এভাবেই সাবান ময়লা পরিষ্কার করে।

ময়লা কিভাবে তৈরি হয়?

=আমাদের শরীর থেকে তৈলাক্ত পদার্থ বের হয়ে কাপড়ে লেপে যায়। এছাড়া বাতাস থেকে কিছু তৈলাক্ত পদার্থ কাপড়ে লেগে যায়। এরপর ধুলাবালি এই তৈলান্ত পদার্থের উপর লেগে ময়লা তৈরি করে৷
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

ডিটারজেন্ট বলতে কি বুঝ | ডিটারজেন্টের প্রস্তুত প্রণালী

Next Article

সাবান ও ডিটারজেন্টের পার্থক্য | অতিরিক্ত সাবান ও ডিটারজেন্ট ব্যবহারের কুফল

Related Posts