![]() |
সমগোত্রীয় শ্রেণী কী |
প্রশ্নঃসমগোত্রীয় শ্রেণী বলতে কী বোঝো?
উত্তরঃ যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে তারা একই শ্রেণীভূক্ত। এদেরকে সমগোত্রীয় শ্রেণীর বলে। একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। যেমন- অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সকল যৌগকে CnH2n+2 সংকেত দিয়ে প্রকাশ করা হয়।