![]() |
শূন্য ত্রুটি কাকে বলে |
শূন্য ত্রুটি কাকে বলে?
উত্তরঃ স্লাইড ক্যালিপার্সের দুইটি চোয়াল লেগে থাকা অবস্থায় যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটি মূল স্কেলের শূন্য দাগের সাথে মিলে না যায় অথবা স্ক্রু গজের দুটি কিলক লেগে থাকা অবস্থায় বৃত্তাকার স্কেলের শূন্য দাগটি রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলে না যায় তবে তাকে শূন্যত্রুটি বলে।
শূন্য ত্রুটিকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উত্তরঃ শূন্যত্রুটি কে দুই ভাগে ভাগ করা হয় যথাঃ (ক) ধনাত্মক শূন্যত্রুটি (খ) ঋণাত্মক শূন্যত্রুটি।