![]() |
লোডশেডিং কাকে বলে |
লোডশেডিং কি?
একটি বিদ্যুত উৎপাদন কেন্দ্র থেকে অনেক এলাকায় বিদ্যুত সরবরাহ করা হয় । যখন এক এলাকার বিদ্যুত চাহিদা তুলনায় উৎপাদিত বিদ্যুএর পরিমাণ কম হয়,তখন অন্য কোন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে ঐ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়,যাতে ওভারে লোড পুরো সিস্টেম বন্ধ হয়ে না যায়। এ ব্যবস্থাকে লোড শেডিং বলা হয়।
লোডশেডিং কাকে বলে?
উত্তর: যখন প্রয়োজনীয় বিদ্যুৎ এর তুলনায় উৎপাদন এর মাত্রা কম হয় তখন বিদ্যুৎ এর ঘাটতি দেখা দেয় এবং সেই ঘাটতি পুরন এর জন্য বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্ন করাকে লোডশেডিং বলে।
অথবা,
কোন একটি দেশে যদি পর্যাপ্ত পরিমান বিদ্যুৎ উৎপান্ন না হয় তখন কোন নির্দিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরোহ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয় তাকে লোডশেডিং বলে।
বর্তমানে আমাদের দেশে এই সমস্যাটি বেশি লক্ষ্য করা যায় । এর ফলে আমাদের দেশের শিক্ষা, ব্যবসা, শিল্পসহ সকল খাতের কর্মকান্ড ব্যহত হচ্ছে ।