![]() |
লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক কাকে বলে |
লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক কাকে বলে?
উত্তরঃ বৃত্তাকার স্কেলের টুপিকে ক্ষুদ্র একভাগ ঘুরালে রৈখিক স্কেল বরাবর যে সরল ঘটে তাকে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বলে। একে দ্বারা LC প্রকাশ করা হয়।
লঘিষ্ঠ গণন = পিচ ÷ বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা