![]() |
রাশি বা ভৌত রাশি কাকে বলে |
রাশি বা ভৌত রাশি কাকে বলে?
উত্তরঃ এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাদেরকে রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময় ,ইত্যাদি ভৌত রাশি।
রাশি কত প্রকার ও কি কি?
উত্তরঃ রাশি দুই প্রকার যথাঃ
(ক) মৌলিক রাশি (খ) লব্ধ রাশি বা যৌগিক রাশি।
মৌলিক রাশি কাকে বলে?
উত্তরঃ যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ বা অন্য কোন রাশির উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক রাশি বলে।
যৌগিক রাশি বা লব্ধ রাশি কাকে বলে?
উত্তরঃ যে সকল রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাদেরকে লব্ধ রাশি বলে।