![]() |
রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেল বা সোলার মডেল বলা হয় কেন |
রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেল বা সোলার মডেল বলা হয় কেন?
= 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন, এ মডেলকে রাদারফোর্ড পরমাণু মডেল।
সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। যেহেতু রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে । তাই এ মডেলটিকে সোলার
সিস্টেম মডেল বা সৌর মডেল বলে।