রসায়নে শক্তি পরিমাপের একক |
রসায়নে শক্তি পরিমাপের একক সমূহ
পূর্বে শক্তি মাপার জন্য ক্যালরি (Calorie) বা কিলো ক্যালরি (kilo Calorie) একক ব্যবহার করা হতো। 1 গ্রাম পানির তাপমাত্রা 1°C বাড়াতে যে পরিমাণ তাপশক্তি প্রদান করতে হয় তাকে এক ক্যালরি (সেক্ষেপে Cal) বলে। 1 হাজার ক্যালরিকে 1 কিলো ক্যালরি বলে। কিলো ক্যালরিকে সংক্ষেপে kCal দিয়ে প্রকাশ করা হয়।
বর্তমানে সকল ধরনের শক্তির একক হিসেবে জুল (Joule) কে আন্তর্জাতিকভাবে গ্রহণ করা হয়েছে। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের দিকে 1 মিটার সরণ ঘটে তবে তার জন্য প্রয়োজনীয় কাজকে 1 জুল বলে। একে সংক্ষেপে J দিয়ে প্রকাশ করা হয়। 1 হাজার জুলকে এক কিলোজুল (kj) বলে।
জুল ও ক্যালোরির সম্পর্ক হচ্ছে:
1 Cal = 4.18 J এবং 1 J = 0.24 Cal
আরো জানুনঃ–
এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে (FAQ)
1. 1 ক্যালোরি (Cal) বলতে কী বুঝ?
উত্তরঃ– 1 গ্রাম পানির তাপমাত্রা 1°C বাড়াতে যে পরিমাণ তাপশক্তি প্রদান করতে হয় তাকে এক ক্যালরি (সেক্ষেপে Cal) বলে।
2. কত ক্যালরিতে 1 কিলোক্যালরি হয়?
উত্তরঃ- 1 হাজার ক্যালরিকে 1 কিলো ক্যালরি বলে।
3. এক কিলো ক্যালোরি (kCal) বলতে কী বুঝ?
উত্তরঃ-1 কিলোগ্রাম পানির তাপমাত্রা 1°C বাড়াতে যে পরিমাণ তাপশক্তি প্রদান করতে হয় তাকে এক কিলোক্যালরি (সেক্ষেপে kCal) বলে।
4. এক জুল বলতে কি বুঝ?
উত্তরঃ- কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের দিকে 1 মিটার সরণ ঘটে তবে তার জন্য প্রয়োজনীয় কাজকে 1 জুল বলে। একে সংক্ষেপে J দিয়ে প্রকাশ করা হয়।
5. কত জুলকে এক কিলো ওজন বলে?
উত্তরঃ- 1 হাজার জুলকে এক কিলোজুল (kj) বলে।
6. এক ক্যালরি সমান কত জুল?
উত্তরঃ- 4.18 J
7. এক জুল সমান কত ক্যালরি?
উত্তরঃ- 0.24 Cal