রসায়নে শক্তি পরিমাপের একক কি | রসায়নে শক্তি পরিমাপের একক ও প্রশ্ন উত্তর সমূহ

রসায়নে শক্তি পরিমাপের একক সমূহ
রসায়নে শক্তি পরিমাপের একক

রসায়নে শক্তি পরিমাপের একক সমূহ

পূর্বে শক্তি মাপার জন্য ক্যালরি (Calorie) বা কিলো ক্যালরি (kilo Calorie) একক ব্যবহার করা হতো। 1 গ্রাম পানির তাপমাত্রা 1°C বাড়াতে যে পরিমাণ তাপশক্তি প্রদান করতে হয় তাকে এক ক্যালরি (সেক্ষেপে Cal) বলে। 1 হাজার ক্যালরিকে 1 কিলো ক্যালরি বলে। কিলো ক্যালরিকে সংক্ষেপে kCal দিয়ে প্রকাশ করা হয়।

বর্তমানে সকল ধরনের শক্তির একক হিসেবে জুল (Joule) কে আন্তর্জাতিকভাবে গ্রহণ করা হয়েছে। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের দিকে 1 মিটার সরণ ঘটে তবে তার জন্য প্রয়োজনীয় কাজকে 1 জুল বলে। একে সংক্ষেপে J দিয়ে প্রকাশ করা হয়। 1 হাজার জুলকে এক কিলোজুল (kj) বলে।

জুল ও ক্যালোরির সম্পর্ক হচ্ছে:

1 Cal = 4.18 J এবং 1 J = 0.24 Cal

আরো জানুনঃ

*রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তরের ব্যাখ্যা 

এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে (FAQ)

1. 1 ক্যালোরি (Cal) বলতে কী বুঝ?

উত্তরঃ– 1 গ্রাম পানির তাপমাত্রা 1°C বাড়াতে যে পরিমাণ তাপশক্তি প্রদান করতে হয় তাকে এক ক্যালরি (সেক্ষেপে Cal) বলে।

2. কত ক্যালরিতে 1 কিলোক্যালরি হয়?

উত্তরঃ- 1 হাজার ক্যালরিকে 1 কিলো ক্যালরি বলে। 

3. এক কিলো ক্যালোরি (kCal) বলতে কী বুঝ?

উত্তরঃ-1 কিলোগ্রাম পানির তাপমাত্রা 1°C বাড়াতে যে পরিমাণ তাপশক্তি প্রদান করতে হয় তাকে এক কিলোক্যালরি (সেক্ষেপে kCal) বলে।

4. এক জুল বলতে কি বুঝ?

উত্তরঃ- কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের দিকে 1 মিটার সরণ ঘটে তবে তার জন্য প্রয়োজনীয় কাজকে 1 জুল বলে। একে সংক্ষেপে J দিয়ে প্রকাশ করা হয়।

5. কত জুলকে এক কিলো ওজন বলে?

উত্তরঃ- 1 হাজার জুলকে এক কিলোজুল (kj) বলে।

6. এক ক্যালরি সমান কত জুল?

উত্তরঃ- 4.18 J

7. এক জুল সমান কত ক্যালরি?

উত্তরঃ- 0.24 Cal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তরের ব্যাখ্যা | শক্তির রূপান্তর এর ইতিহাস

Next Article

তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া কত ধরনের / প্রকার ও কি কি? | তাপোৎপাদী ও তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান কিরূপ হয়

Related Posts

অ্যালকিনের প্রস্তুতি ব্যাখ্যা করো

 অ্যালকিনের প্রস্তুতি প্রশ্নঃ অ্যালকিনের প্রস্তুতি ব্যাখ্যা করো। ইথাইল ক্লোরাইড থেকে:  ইথাইল ক্লোরাইড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে…

পেপটিক আলসার কাকে বলে? পেপটিক আলসার বলতে কী বুঝ? | পেট ব্যথা এর সাইন্টিফিক কারণ

পেপটিক আলসার কাকে বলে আমাদের পাকস্থলীর দেয়াল থেকে হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন হয়। এটি অত্যন্ত শক্তিশালী এসিড। এটি পাকস্থলীতে…

রাদারফোর্ড পরমাণু মডেল কি বা কাকে বলে

রাদারফোর্ড পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল কাকে বলে? = 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল…

রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তরের ব্যাখ্যা | শক্তির রূপান্তর এর ইতিহাস

রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর প্রত্যেক পদার্থের মধ্যে কিছু শক্তি বিদ্যমান থাকে। সাধারণত কোনো কোনো…