![]() |
মৌলিক রাশি ও লব্ধ বা যৌগিক রাশির মধ্যে পার্থক্য |
মৌলিক রাশি ও লব্ধ বা যৌগিক রাশির মধ্যে পার্থক্য লিখ?
উত্তরঃ মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য হলো:
মৌলিক রাশি | লব্ধ বা যৌগিক রাশি |
---|---|
যে সকল রাশি স্বাধীণ বা নিরপেক্ষ এবং যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে। | যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে। |
মৌলিক রাশির একক মৌলিক একক। | লব্ধ রাশির একক লব্ধ একক। |
পদ্ধতিতে মৌলিক রাশি মাত্র সাতটি। | কিন্তু লব্ধ রাশি অসংখ্য। |
মৌলিক রাশির মাত্রা প্রকাশে একটিমাত্র চিহ্ন ব্যবহার করা হয়। | অপরদিকে লব্ধ রাশির মাত্রা প্রকাশে একাধিক চিহ্নের ব্যবহার প্রয়োজন হয়। |