![]() |
মৌলিক রাশির একক সমূহের বৈশিষ্ট্য |
মৌলিক রাশির একক সমূহের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার?
উত্তরঃ মৌলিক রাশির একক সমূহ যেহেতু অন্য একক গুলোর উপর নির্ভর করে না ,তাই মৌলিক একক ইচ্ছামত নির্বাচন করা যায়। কিন্তু সেই নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি থাকতে হবে ।
এর কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে যেমনঃ
- এটি হতে হবে অপরিবর্তিত ।
- কালের বিবর্তনে বা অন্য কোনো প্রাকৃতিক বিবর্তনের ফলেও কোনো পরিবর্তন হবে না।