![]() |
মোমের গলনের সময় পদার্থের তিনটি অবস্থা একইসাথে বিরাজ করে |
মোমের গলনের সময় পদার্থের তিনটি অবস্থা একইসাথে বিরাজ করে ব্যাখ্যা করো?
উত্তরঃ মোম হলো হাইড্রোকার্বনের মিশ্রন। কঠিন মোমের ভেতরে একটি সুতা থাকে। সুতায় আগুন ধরানো হলে সুতার চারদিকে থাকা হাইড্রোকার্বনের অণুগুলো আগুনের তাপে গলে তরলে পরিণত হয়।
এরপর সেগুলো অতি তাপের ফলে বাষ্পে পরিণত হয় এবং বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, তাপ, আলো এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। সেই সাথে গলে যাওয়া কিছু অংশ নিচের দিকে এসে আবার কঠিন পদার্থে পরিণত হয়।
মোম + O2 → CO2 + H2O + তাপশক্তি + আলোকশক্তি
উপরোক্ত আলোচনা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে, মোমের জ্বলনের সময় একসাথে পদার্থের তিনটি অবস্থা বিরাজ করে।