![]() |
মুক্ত শিকল হাইড্রোকার্বন কি |
প্রশ্নঃ মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে?
উত্তরঃ যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন- ইথেন, বিউটেন।
মুক্ত শিকল হাইড্রোকার্বন কয় ধরনের?
= মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই ধরনের। যথা:
১. সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন।
২. অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন।