মিটার স্কেল ও ভার্নিয়ার স্কেল কাকে বলে

ভার্নিয়ার স্কেল কাকে বলে
মিটার স্কেল ও ভার্নিয়ার স্কেল কাকে বলে

মিটার স্কেল কাকে বলে? 

উত্তরঃ যে স্কেলের দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেন্টিমিটার তাকে মিটার স্কেল বলে।

ভার্নিয়ার স্কেল কাকে বলে? 

উত্তরঃ মিলিমিটারের চেয়ে ক্ষুদ্র মান পরিমাপের জন্য বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ার যে স্কেল আবিষ্কার করেন তাকে ভার্নিয়ার স্কেল বলে।

ভার্নিয়ার স্কেল কি?

= সাধারণ মিটার স্কেলে আমরা মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপতে পারি। মিলিমিটারের ভগ্নাংশ যেমন 0-2 মিলিমিটার, 0.6 মিলিমিটার মিলিমিটারের বা 0-8 মিলিমিটা ইত্যাদি গণিতশাস্ত্রবিদ পিয়েরে ভার্নিয়ার এ ধরনের স্কেল আবিষ্কার করেন। তার নামানুসারে এ স্কেলের নাম দেওয়া হয়েছে ভার্নিয়ার স্কেল।
মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আর একটি স্কেল ব্যবহার করা হয় তার নাম ভার্নিয়ার স্কেল।
ভার্নিয়ার স্কেল মূল বা প্রধান স্কেলের সাথে সংযুক্ত থাকে এবং প্রধান স্কেলের পাশ দিয়ে সামনে বা পিছনে সরানো যায়। মনে করি, একটি ভার্নিয়ার স্কেলের দশটি ভাগ আছে। এ দশ ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ হল। 9 মিলিমিটার বা 0.9 সেন্টিমিটার ভার্নিয়ার স্কেলের 10 ভাগ। যেহেতু, প্রধান স্কেলের 9 ক্ষুদ্রতম ভাগের সমান। সুতরাং ভার্নিয়ার স্কেলের ভাগগুলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের চেয়ে সামান্য ছোট।
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

মাত্রা কাকে বলে

Next Article

ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে

Related Posts

কার্বন ডাই অক্সাইড (CO2) এবং অ্যামোনিয়ার (NH3) মধ্যে কোনটির ব্যাপন হার বেশি

কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়ার মধ্যে কোনটির ব্যাপন হার বেশি প্রশ্নঃ কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়ার মধ্যে কোনটির…

তাপ পরিবর্তনের মাধ্যমে পদার্থের অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করো

তাপ পরিবর্তনের মাধ্যমে পদার্থের অবস্থার পরিবর্তন প্রশ্নঃ তাপ পরিবর্তনের মাধ্যমে পদার্থের অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করো? উত্তরঃ যখন কোন…

কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হওয়ার কারণ ব্যাখ্যা করো

কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হওয়ার কারণ ব্যাখ্যা করো প্রশ্নঃ কপার ( Cu ) এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে হওয়ার…