![]() |
মিটার স্কেলের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য সঠিক ভাবে পরিমাপ করা যায় না |
মিটার স্কেলের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য সঠিক ভাবে পরিমাপ করা যায় না কেন? {য. বোর্ড-২০২১}
উত্তরঃ আমরা জানি, যে স্কেলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার বা ১ মিটার তাকে মিটার স্কেল বলে। স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত মান সঠিকভাবে পরিমাপ করা যায় কিন্তু মিলিমিটার এর চেয়ে ক্ষুদ্র মান পরিমাপ করা যায় না।
তাই মিটার স্কেলের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য সঠিকভাবে নির্ণয় করা যায় না।