![]() |
মাত্রা কী |
মাত্রা (Dimensions) কাকে বলে?
উত্তরঃ কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশি গুলো সূচককে (পাওয়ার) মাত্রা বলে।
মাত্রা এর প্রয়োজনীয়তা লিখ?
উত্তরঃ মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা এক পদ্ধতির একককে অন্য পদ্ধতির এককে রূপান্তর করা যায়। সমীকরণের নির্ভুলতা যাচাই করা যায়। বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায়। ভৌত রাশির একক নির্ণয় করা যায়।