আজকে আমরা জানবো মাছের খাবি খাওয়া কি?
পুকুরে অক্সিজেনের অভাব হলে মাছ খাবি খায়। এই অবস্থায় পুকুরে বাঁশ পিটিয়ে বা সাঁতার কেটে পানি ওলট-পালট করার ব্যবস্থা করলে সুফল পাওয়া যায়। পাম্প দিয়ে পুকুরে ফোয়ারার মত পানি ছিটিয়ে দিতে পারলে সাময়িকভাবে অক্সিজেনের পরিমাণ বাড়ানো যায়। প্রতি শতকে ১ মিটার পানির গভীরতার জন্য ১০০ গ্রাম হারে পটাশিয়াম পারম্যাংগানেট প্রয়োগ করে অক্সিজেনের অভাব দূর করা যায়।