মহাশূন্য থেকে পৃথিবীর সবদিকে নানা ধরনের আলো ও কণা আলোর বেগের কাছাকাছি বেগে আঘাত হানে। এদের মহাজাগতিক রশ্মি বা কসমিক রশ্মি বলে।
প্রাথমিকভাবে মহাজাগতিক রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিভাগে আঘাত হেনে বহুসংখ্যক নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, আলফা কণা, ফাই মেশন, মিউ মেশন, ফোটন প্রভৃতি কণা তৈরি করে । এ কণাগুলো ভূ-পৃষ্ঠের সবদিকে বর্ষিত হয়। মহাজাগতিক রশ্মির উপর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রভাব রয়েছে এবং এটি বিদ্যুৎ চার্জযুক্ত। প্রাথমিক গতিসম্পন্ন প্রোটন ও বিভিন্ন আয়ন এই চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাবার সময় এর প্রভাবে প্রচুর গতিশক্তির অধিকারী হতে পারে।