![]() |
ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপের সঠিকতা বেশি |
ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপের সঠিকতা বেশি ব্যাখ্যা করো? {চ. বোর্ড-২০২১}
উত্তরঃ যে বস্তুর পরিমাপে আপেক্ষিক ত্রুটি কম, সেটি পরিমাপে সঠিকতা বেশি। আপেক্ষিক ত্রুটি হলো চূড়ান্ত ত্রুটি ও পরিমাকৃত মানের অনুপাত। বস্তুর দৈর্ঘ্য বেশি হলে পরিমাপ করা মান বেশি হবে।
তখন চূড়ান্ত ত্রুটি একই থাকলেও উক্ত সংজ্ঞা মতে আপেক্ষিক ত্রুটি কম হবে। তাই বস্তুটির দৈর্ঘ্য পরিমাপের সঠিকতা বেশি হবে।