![]() |
ভাষা কাকে বলে |
ভাষা কাকে বলে?
= মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য বাগ যন্ত্রের সাহায্যে যে অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে ভাষা বলে।
বাগযন্ত্র কাকে বলে?
= কন্ঠ, গলনালী, মুখ বিবর, তালব্য, জিহ্বা এগুলোকে একত্রে বাগযন্ত্র বলে।
ফুসফুস কি?
= ধ্বনি উচ্চারণ করার প্রধান প্রতঙ্গ হলো ফুসফুস।
পৃথিবীতে কতটি ভাষা রয়েছে?
= পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজারের বেশি ভাষা রয়েছে।
পৃথিবীতে সবচেয়ে জনবহুল ভাষার নাম কি?
= পৃথিবীর সবচেয়ে জনবহুল ভাষার নাম হলো ‘মান্দারিন’ (চীনের ভাষা)।
বাংলা ভাষা কি বা কাকে বলে?
= বাঙালি জনগোষ্ঠীর মে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
বাংলা ভাষা কবে সৃষ্টি হয়েছে?
= সপ্তম শতকের দিকে বাংলা ভাষার সৃষ্টি।
বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অংশ?
= বাংলা ভাষায় ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অংশ।
ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত?
= ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ।
বাংলা ভাষা কোন লিপি থেকে এসেছে?
= বাংলা ভাষা ব্রাক্ষী লিপি থেকে এসেছে।
বাংলা ভাষার সাথে কোন ভাষার মিল রয়েছে?
= বাংলা ভাষার সাথে প্রাকৃত ভাষার মিল রয়েছে।
পৃথিবীতে কত মানুষের মুখের ভাষা বাংলা?
= পৃথিবীতে প্রায় ৩০ কোটি মানুষের মুখের ভাষা বাংলা।
বাংলাদেশ ও ভারতসহ অন্যান্য দেশে কত মানুষের মুখের ভাষা বাংলা?
= বাংলাদেশে মোট ১৬ কোটি, ভারতের পশ্চিমবঙ্গে ১০ কোটি, এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা ভারতের অন্যান্য দেশে প্রায় তিন কোটি এবং অন্যান্য দেশের এক কোটি মানুষের মুখের ভাষা বাংলা।
কিসের সাথে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে?
= ধ্রুপদী ভাষার সস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষা রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।
বাংলা ভাষার উৎপত্তি?
= ইউন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো: ইন্দো-ইউরোপীয়→ ইন্দো-ইরানীয়→ ভারতীয় আর্য→প্রাকৃত→ বাংলা। আনুমানিক ১০০০ বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
বাংলা ভাষার লিখিত রূপ এর প্রাচীনতম নিদর্শন কোনটি?
= বাংলা ভাষার লিখিত রূপ এর প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’।
*বাংলা ভাষার রয়েছে কালগত ও বিষয়গত স্বাতন্ত্র্য।
উপভাষা বলতে কি বুঝ?
= 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা, এমনকি উনিশ শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমানকালের ভাষা আলাদা। আবার ভৌগলিক এলাকাভেদে বাংলা ভাষার নানা বৈশিষ্ট লক্ষ্য করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা।
*ভাষাকে প্রবহমান নদীর সাথে তুলনা করা হয়েছে।
বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি এবং বর্ণের সংখ্যা কত?
= বাংলা ভাষা নিজস্ব লিপির নাম নাম বাংলা লিপি। বাঙালি লিপিতে মূল বর্ণের সংখ্যা 50 টি এরমধ্যে স্বরবর্ণ এগারটি এবং ব্যঞ্জনবর্ণ 39 টি।
বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?
= প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাক্ষী লিপি জন্ম। ব্রাক্ষীলিপি এর পূর্ব ভারতীয় শাখার দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে।
বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ।
বাংলা লিপিতে কোন কোন ভাষায় লেখা হয়?
= অহমিয়া, বোড়ো, মনিপুরী প্রভৃতি ভাষা বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলী ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হতো।
ভারতের কোন প্রদেশের দাপ্তরিক ভাষা বাংলা?
= ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা।
দৃষ্টি-প্রতিবন্ধীদের এবং বাক-প্রতিবন্ধীদের জন্য কোন ভাষা ব্যবহার করা হয়?
= দৃষ্টি-প্রতিবন্ধীদের জন্য ভাষাকে উঁচুনিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল ভাষা ব্যবহার করা হয়।
বাক-প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা ব্যবহার করা হয়।
*বাংলা ভাষার নিকটতম আত্মীয় আহমিয়া ওড়িয়া