![]() |
ভাইরাস |
ভাইরাস জীব না জড়?
= ভাইরাস তাদের পরস্পরবিরোধী জীব ও জড়ের বৈশিষ্ট্যের জন্য জীববিজ্ঞানে এক বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। এতে জীব এবং জড় উভয় বৈশিষ্ট্য বিদ্যমান।
জড় বস্তু হিসেবে ভাইরাস :
১। ভাইরাস অকোষী এবং কোষপ্রাচীর অনুপস্থিত।
২। ভাইরাসে কোষীয় ক্ষুদ্রাঙ্গ অনুপস্থিত। যেমন – মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম ইত্যাদি নেই।
৩। ভাইরাস স্বাধীনভাবে জন্মাতে ও কাজ করতে পারে না।
৪। জীবকোষের বাইরে ভাইরাসে জীবনের কোন লক্ষণ দেখা যায় না।
৫। ভাইরাসের উপাদানসমূহ পৃথক করে পুনরায় যুক্ত করলে একই ভাইরাস উৎপন্ন হয় যা জীবের ক্ষেত্রে অসম্ভব।
৬। ভাইরাসের দেহে সাইটোপ্লাজম থাকে না।
জীব হিসেবে ভাইরাস :
১। ভাইরাসের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা আছে।
২। ভাইরাস নিউক্লিও প্রোটিন দ্বারা গঠিত। নিউক্লিক এসিড একমাত্র জীবের বৈশিষ্ট্য।
৩। ভাইরাস সুনির্দিষ্ট ও মারাত্মক পরজীবী।
৪। ভাইরাস নির্দিষ্ট বংশধারা বজায় রেখে জন্মাতে পারে।
৫। ভাইরাসের পোষক নির্দিষ্ট এবং ভাইরাস পোষক সনাক্তকরণ করতে পারে।
৬। ভাইরাসে মিউটেশন ঘটতে দেখা যায়।
উপোরক্ত আলোচনা হতে দেখা যায় যে, ভাইরাস জীব এবং জড় উভয় বৈশিষ্ট্য প্রদান করে।
তবে অনেকে এদেরকে জীব এবং জড় বস্তুর মধ্যবর্তী পর্যায়ের বলে উল্লেখ করেছেন।