![]() |
ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয় কেন |
ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয় কেন ?
উত্তরঃ ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। কারণ কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ঐ পরমাণুর ভর সংখ্যা বলে।
যেহেতু ভর সংখ্যা হলো কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসের সংখ্যা তাই ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলে।