ব্লিচিং পাউডার কিভাবে উৎপন্ন হয় | ব্লিচিং পাউডার দ্বারা‌‌ রঙিন দাগ ও জীবাণু ধ্বংস করার কৌশল ব্যাখ্যা কর

ব্লিচিং পাউডার দ্বারা‌‌ রঙিন দাগ ও জীবাণু ধ্বংস করার কৌশল ব্যাখ্যা কর
ব্লিচিং পাউডার কিভাবে উৎপন্ন হয়

ব্লিচিং পাউডার  কিভাবে উৎপন্ন হয়? 

উত্তরঃ 40°C তাপমাত্রায় কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডার, Ca(OCl)Cl উৎপন্ন হয়।                         
Ca(OH)2  +  Cl2   →   Ca(OCl)Cl  +  H2O 

ব্লিচিং পাউডার দ্বারা কাপড়ের রঙিন দাগ উঠানোর কৌশল ব্যাখ্যা কর?

উত্তরঃ ব্লিচিং পাউডার কাপড়ে রঙের দাগকে বর্ণহীন করে। এজন্য ব্লিচিং পাউডারকে বিরঞ্জক  বলে।কাপড়ের দাগ ও ব্লিচিং পাউডার উভয়ই রাসায়নিক পদার্থ।ব্লিচিং পাউডার কে যখন কোনো   কাপড়ের দাগের উপর রেখে পানি যোগ করা হয় তখন ব্লিচিং পাউডার প্রথমে পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl2) এবং হাইপোক্লোরাস এসিড (HOCl) তৈরি হয়।  
 Ca(OCl)Cl   +   H2O   →    CaCl2   +   HOCl 
HOCl  ভেঙে গিয়ে HCl ও জায়মান অক্সিজেন  [O]  তৈরি হয়।
          HOCl    →     HCl   +   [O] 
 
রঙিন পদার্থের সাথে জায়মান অক্সিজেন [O] বিক্রিয়া করে রঙিন পদার্থকে বর্ণহীন করে। 
রঙিন পদার্থ   +   [O]    →   বর্ণহীন পদার্থ 

ব্লিচিং পাউডার দ্বারা জীবাণু ধ্বংস করার কৌশল ব্যাখ্যা কর?

উত্তরঃ ঘরের মেঝে, কমোড, বেসিন ইত্যাদি জায়গা থেকে জীবাণু ধ্বংস করার কাজে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। বিচিং পাউডার কে যখন কোন ঘরের মেঝে, কমোড, বেসিন ইত্যাদির উপর রেখে পানি যোগ করা হয় তখন ব্লিচিং পাউডার প্রথমে পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl2)  এবং হাইপোক্লোরাস এসিডে (HOCl)  পরিণত হয়। 
Ca(OCl)Cl   +   H2O   →    CaCl2   +   HOCl 
হাইপোক্লোরাস এসিড ভেঙ্গে গিয়ে জায়মান অক্সিজেন [O] তৈরি করে যা জীবাণুকে ধ্বংস করে। 
HOCl    →     HCl   +   [O] 
জীবাণু   +  [O]     →     মৃত জীবাণু
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

প্রসাধনীর pH এবং ত্বকের pH এর সামঞ্জস্য থাকতে হয় কেন

Next Article

গ্লাস ক্লিনার কাকে বলে | গ্লাস ক্লিনার দ্বারা কাচ পরিষ্কার করার কৌশল

Related Posts

পদার্থবিজ্ঞান কি বা কাকে বলে | পদার্থ বিজ্ঞানের কিছু প্রশ্ন উত্তর

পদার্থবিজ্ঞান কাকে বলে পদার্থবিজ্ঞান (Physics) শব্দটি এসেছে মূলত গ্রিক শব্দ ‘ফুসিকে (Fusiky)’ থেকে, যার অর্থ– ‘প্রকৃতি সম্পর্কিত জ্ঞান।…

স্ক্রু গজের ধনাত্মক ত্রুটি ও ঋণাত্মক ত্রুটি কাকে বলে?

স্ক্রু গজের ত্রুটি স্ক্রু গজের ধনাত্মক ত্রুটি কাকে বলে? উত্তরঃ স্ক্রু গজের দুটি কিলক লেগে থাকা অবস্থায় বৃত্তাকার…