![]() |
ব্যাপন ও নিঃসরণ এর মূল পার্থক্য |
ব্যাপন ও নিঃসরণ এর মূল পার্থক্য লিখ?
উত্তরঃ ব্যাপন ও নিঃসরণ এর মধ্যে পার্থক্য হলো:-
ব্যাপন |
নিঃসরণ |
১. কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। |
১. সরু ছিদ্র পথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। |
২. ব্যাপন কঠিন, তরল ও বায়বীয় সকল পদার্থে ঘটে থাকে। |
২. নিঃসরণ শুধু বায়বীয় পদার্থে ঘটে। |
৩. ব্যাপন স্বতস্ফূর্ত ও ধীর প্রক্রিয়া। |
৩. নিঃসরণ দ্রুতগতির প্রক্রিয়া । |
৪. ব্যাপনে চাপের প্রভাব নেই। |
৪. নিঃসরণে গ্যাসের অনুসমূহ উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে ছড়িয়ে পড়ে। |