![]() |
ব্যাকলাশ পিছট ত্রুটি কাকে বলে |
ব্যাকলাশ পিছট ত্রুটি কাকে বলে?
উত্তরঃ যে সকল যন্ত্র স্ক্রু বা নাটের নীতিতে কাজ করে তাদের ক্ষেত্রে স্ক্রুকে ডান দিকে এক পাক ঘুরালে যে সরণ ঘটে বাম দিকে এক পাক ঘোরালে যদি ঐ একই সরল না ঘটে তবে তাকে ব্যাকলাশ বা পিছট ত্রুটি বলে।