![]() |
ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব কেন |
ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলার কারণ :
- ব্যাকটেরিয়া একটি এককোষী আণুবীক্ষণিক জীব।
- কোষে ক্রোমাটিন বস্তু থাকলেও নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা নেই।
- কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা নেই। কিন্তু রাইবোজোম আছে।
প্রোক্যারিওটা বা আদি কোষী জীবের উক্ত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকায় ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয়।