বোর পরমাণু মডেল কাকে বলে | বোর পরমাণু মডেল এর মতবাদ

বোর পরমাণু মডেল কাকে বলে
বোর পরমাণু মডেল কাকে বলে

বোর পরমাণু মডেল কাকে বলে?

= রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোকে সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নীলস বোর পরমাণুর একটি মডেল প্রদান করেন। এই মডেলকে বোরের পরমাণু মডেল বলা হয়।

বোর পরমাণু মডেল এর মতবাদ:

মডেলের মতবাদগুলো এরকম-
(a) পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যেকোনো কক্ষপথে ঘুরতে পারে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তিস্তর বা কক্ষপথ বা শেল বা অরবিট যা স্থির কক্ষপথ বলে। স্থির কক্ষপথে ঘুরার সময় ইলেকট্রনগুলো কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথকে n দ্বারা প্রকাশ করা হয়। n = 1, 2, 3, 4 ইত্যাদি। অন্যভাবে বলা যায়, n = 1 হলে K প্রধান শক্তিস্তর, n = 2 হলে L প্রধান শক্তিস্তর = 3 হলে M প্রধান শক্তিস্তর, n = 4 হলে N প্রধান শক্তিস্তর ইত্যাদি। 
(b) বোর মডেল অনুসারে কোনো শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ
  • mvr = nh÷2π
  • m হচ্ছে ইলেকট্রনের ভর (9.11 x 10-31 kg)
  • r হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তিস্তরে ঘুরবে তার ব্যাসার্ধ
  • v হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তিস্তরে ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ v
  • h হচ্ছে গ্লাংক ধ্রুবক (h = 6.626 x 10^-34 m^2 kg/s) 
  • n হচ্ছে প্রধান শক্তিস্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা (n = 1, 2, 3 ……ইত্যাদি।)
এখানে যে শক্তিস্তরের n এর মান কম সেই শক্তিস্তর নিম্ন শক্তিস্তর এবং যে শক্তিস্তরের n এর মান n বেশি সেই শক্তিস্তর উচ্চ শক্তিস্তর হিসেবে পরিচিত।
(c) কোনো প্রধান শক্তিস্তরে ইলেকট্রন ঘুরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না, তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তর এ যায় তখন শক্তি শোষিত হয়। আবার, যদি ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তর এ যায় তখন শক্তি বিকিরিত হয়।
এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ
  • hv=hc/λ
  • c হচ্ছে আলোর বেগ (3×10^8 ms^-1)
  • v হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক (একক s^-1 বা Hz)
  • λ (Lambda)  হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য (একক m)
ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালি (atomic spectra) সৃষ্টি হয়।
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

কিসের উপর ভিত্তি করে রাদারফোর্ড পরমাণু মডেল তৈরি হয়

Next Article

A paragraph about the importance of reading newspaper

Related Posts

ইউরিয়ার প্রস্তুতি ও ব্যবহার | চুনাপাথরের ব্যবহার

ইউরিয়া ইউরিয়া (Urea) কিভাবে প্রস্তুত করা হয়? = ইউরিয়া মূল্যবান পদার্থ। কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণকে উচ্চ…

গতি

গতি কাকে বলে? উত্তরঃ সময়ের পরিবর্তনের সাথে এবং পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোন বস্তুর অবস্থানে পরিবর্তন হয় তবে তাকে…

রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তরের ব্যাখ্যা | শক্তির রূপান্তর এর ইতিহাস

রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর প্রত্যেক পদার্থের মধ্যে কিছু শক্তি বিদ্যমান থাকে। সাধারণত কোনো কোনো…