![]() |
বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন |
প্রশ্নঃ বেনজিনকে (C6H6) অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন?
উত্তরঃ বেনজিন বা বেনজিন জাতকের যেসকল হাইড্রোকার্বনের 5,6 বা 7 টি সমতলীয় চক্র একান্তর দ্বিবন্ধন অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন-কার্বন একটি একক বন্ধন এবং তারপর একটি দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে।
যেহেতু C6H6 হাইড্রোকার্বনে 6 টি সমতলীয় চক্র এবং একান্তর দ্বিবন্ধন অর্থাৎ পর্যায়ক্রমে একটি একক বন্ধন এরপর দ্বিবন্ধন থাকে তাই বেনজিন (C6H6) কে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে।