![]() |
বায়বীয় পদার্থ কে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সম্পূর্ণ জায়গা দখল করে |
প্রশ্নঃ বায়বীয় পদার্থ কে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সম্পূর্ণ জায়গা দখল করে কেন?
উত্তরঃ বায়বীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি অতি নগন্য বা নেই বললেই চলে। বায়বীয় পদার্থের অণুগুলো মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে বেশি এবং মুক্তভাবে চলাচল করে। এজন্য বায়বীয় পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরো জায়গা দখল করে।