![]() |
বল একটি লব্ধ রাশি কেন |
বল একটি লব্ধ রাশি কেন?
উত্তরঃ আমরা জানি, যে সকল রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাদেরকে লব্ধ রাশি বলে। বল একটি লব্ধ রাশি – কারণ বল রাশিটি একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত।
বল=ভর×ত্বরণ = ভর×বেগ/সময় = ভর×দূরত্ব/সময়²
এখানে-ভর,দূরত্ব এবং সময় সবগুলোই মৌলিক রাশি যা বল রাশিটিকে গঠন করে । অর্থাৎ , বল একটি লব্ধ রাশি ।