বন্ধন শক্তি কাকে বলে |
বন্ধন শক্তি (Bond Energy) কি বা কাকে বলে?
উত্তরঃ– বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে।
আরো জানুনঃ-
বন্ধন শক্তি কাকে বলে সম্পূর্ণ ব্যাখ্যার সাথে –
=➤ সোডিয়াম ক্লোরাইডে (NaCl) সোডিয়াম (Na) আয়ন ও ক্লোরাইড আয়নের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান। কার্বন ডাই-অক্সাইড (CO2) অণুতে কার্বন (C) ও অক্সিজেনের (O) মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান। আবার, লোহার মধ্যে একটি আয়রন পরমাণুর সাথে অন্য আয়রন পরমাণুসমূহের মধ্যে ধাতব বন্ধন বিদ্যমান। এ সকল বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে।