![]() |
বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি |
প্রশ্নঃ বদ্ধ শিকল হাইড্রোকার্বন কাকে বলে? কত প্রকার ও কি কি ?
উত্তরঃ যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর সংযুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে।
বদ্ধ শিকল হাইড্রোকার্বন দুই প্রকার। যথাঃ
1.সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন,
2.অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন।