প্রসঙ্গ কাঠামো কাকে বলে কত প্রকার ও কি কি

ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কাকে বলে, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো কাকে বলে
প্রসঙ্গ কাঠামো

প্রসঙ্গ কাঠামো (reference frame) কাকে বলে?

উত্তরঃ যার সাপেক্ষে স্থিতি বা গতি পরিমাপ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়।

প্রসঙ্গ কাঠামো কত প্রকার ও কি কি?

উত্তরঃ প্রসঙ্গ কাঠামো তিন প্রকার যথাঃ 
  • (ক) একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, 
  • (খ) দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো 
  • (গ) ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো

একমাত্রিক প্রসঙ্গ কাঠামো কাকে বলে?

উত্তরঃ কোন বস্তুর স্থিতি বা গতি পর্যবেক্ষণের জন্য যদি একটি অক্ষের প্রয়োজন হয় তবে তাকে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে।

দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কাকে বলে?

উত্তরঃ কোন বস্তুর স্থিতি বা গতি পর্যবেক্ষণের জন্য যদি দুটি অক্ষের প্রয়োজন হয় তবে তাকে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে।

ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কাকে বলে? 

উত্তরঃ কোন বস্তুর স্থিতি বা গতি পর্যবেক্ষণের জন্য যদি তিনটি অক্ষের প্রয়োজন হয় তবে তাকে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে।
1 comment
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপের সঠিকতা বেশি ব্যাখ্যা কর

Next Article

সারমর্মঃ লক্ষ লক্ষ হা-ঘরে দুর্গত

Related Posts

রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তরের ব্যাখ্যা | শক্তির রূপান্তর এর ইতিহাস

রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর প্রত্যেক পদার্থের মধ্যে কিছু শক্তি বিদ্যমান থাকে। সাধারণত কোনো কোনো…

হাইড্রোকার্বন কাকে বলে | হাইড্রোকার্বন কি

হাইড্রোকার্বন কি প্রশ্নঃ হাইড্রোকার্বন বলতে কী বোঝ?  উত্তরঃ হাইড্রোজেন ও কার্বন এর সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। এতে কার্বন…

ব্লিচিং পাউডার কিভাবে উৎপন্ন হয় | ব্লিচিং পাউডার দ্বারা‌‌ রঙিন দাগ ও জীবাণু ধ্বংস করার কৌশল ব্যাখ্যা কর

ব্লিচিং পাউডার কিভাবে উৎপন্ন হয় ব্লিচিং পাউডার  কিভাবে উৎপন্ন হয়?  উত্তরঃ 40°C তাপমাত্রায় কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে…