![]() |
প্রসঙ্গ কাঠামো |
প্রসঙ্গ কাঠামো (reference frame) কাকে বলে?
উত্তরঃ যার সাপেক্ষে স্থিতি বা গতি পরিমাপ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়।
প্রসঙ্গ কাঠামো কত প্রকার ও কি কি?
উত্তরঃ প্রসঙ্গ কাঠামো তিন প্রকার যথাঃ
- (ক) একমাত্রিক প্রসঙ্গ কাঠামো,
- (খ) দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো
- (গ) ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো
একমাত্রিক প্রসঙ্গ কাঠামো কাকে বলে?
উত্তরঃ কোন বস্তুর স্থিতি বা গতি পর্যবেক্ষণের জন্য যদি একটি অক্ষের প্রয়োজন হয় তবে তাকে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে।
দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কাকে বলে?
উত্তরঃ কোন বস্তুর স্থিতি বা গতি পর্যবেক্ষণের জন্য যদি দুটি অক্ষের প্রয়োজন হয় তবে তাকে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে।
ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কাকে বলে?
উত্তরঃ কোন বস্তুর স্থিতি বা গতি পর্যবেক্ষণের জন্য যদি তিনটি অক্ষের প্রয়োজন হয় তবে তাকে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে।
nice