প্রধান শক্তিস্তরগুলোর সবাচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা

প্রধান শক্তিস্তরগুলোর সবাচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা
প্রধান শক্তিস্তরগুলোর সবাচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা

প্রধান শক্তিস্তরগুলোর সবাচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা কর।

উত্তরঃ কোনো প্রধান শক্তিস্তরে সর্বচ্চ কতটি ইলেকট্রন থাকবে তা (2n^2) এর মান থেকে জানা যায়।
এখানে,
n = প্রধান শক্তিস্তর সংখ্যা ।
১ম শক্তিস্তরে বা দশক্তিস্তরে সর্বচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা = 2n^2
           =2×1^2 [ এখানে n = 1]
           =2
২য় শক্তিস্তর বা । শক্তিস্তরে সর্বচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা = 2n^2 = 2 x 2^2 [ n = 2 ]]
                        = 8
৩য় শক্তিস্তর বা M শক্তিস্তরে সর্বচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা= 2n^2
‌          = 2×3^2 [n=3]
          = 18
৪র্থ শবিস্তর বা N শক্তিস্তরে সর্বচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা = 2n^2
           = 2×4^2 [n=3]
           = 32
সুতরাং ১ম,২য়, ৩য় এবং ৪র্থ শক্তিস্তার সর্বন্ধ ইলেকট্রন ধারণ ক্ষমতা যথাক্রমে 2,8,18,32 টি।
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

অরবিটাল কাকে বলে | অরবিটাল কি

Next Article

A Railway Station paragraph | A Railway Platform paragraph

Related Posts

সমগোত্রীয় শ্রেণী বলতে কী বোঝো | সমগোত্রীয় শ্রেণী কী

 সমগোত্রীয় শ্রেণী কী প্রশ্নঃসমগোত্রীয় শ্রেণী বলতে কী বোঝো?  উত্তরঃ যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত…