![]() |
প্রধান শক্তিস্তরগুলোর সবাচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা |
প্রধান শক্তিস্তরগুলোর সবাচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা কর।
উত্তরঃ কোনো প্রধান শক্তিস্তরে সর্বচ্চ কতটি ইলেকট্রন থাকবে তা (2n^2) এর মান থেকে জানা যায়।
এখানে,
n = প্রধান শক্তিস্তর সংখ্যা ।
১ম শক্তিস্তরে বা দশক্তিস্তরে সর্বচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা = 2n^2
=2×1^2 [ এখানে n = 1]
=2
২য় শক্তিস্তর বা । শক্তিস্তরে সর্বচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা = 2n^2 = 2 x 2^2 [ n = 2 ]]
= 8
৩য় শক্তিস্তর বা M শক্তিস্তরে সর্বচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা= 2n^2
= 2×3^2 [n=3]
= 18
৪র্থ শবিস্তর বা N শক্তিস্তরে সর্বচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা = 2n^2
= 2×4^2 [n=3]
= 32
সুতরাং ১ম,২য়, ৩য় এবং ৪র্থ শক্তিস্তার সর্বন্ধ ইলেকট্রন ধারণ ক্ষমতা যথাক্রমে 2,8,18,32 টি।