![]() |
প্রতীক কি বা কাকে বলে |
প্রতীক কাকে বলে বৈশিষ্ট্য লিখ?
= মৌলিক পদার্থের পরমাণুর সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে।
অথবা,
= কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে।
প্রতীক এর বৈশিষ্ট্য হলো:
১. প্রতীক পরমাণুর ক্ষেত্রে লেখা হয়।
২. এটি মৌলিক পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
৩. প্রতীক ইংরেজি বা ল্যাটিন ভাষায় লেখা হয়।